ডেন্টাল ফিলিং

দাঁতের ক্ষয়ে যাওয়া অংশ প্রতিস্থাপন করাকে ফিলিং বলে।সাধারণত খাবার আটকে বা ভুলভাবে ব্রাশ করার কারনে দাঁতে ক্ষয় হয়। পর্যায়ক্রমে ক্ষয় বড় হয়ে দাঁত শিরশির করে, দাঁতে ব্যথা হয়, মাড়ি ফুলে যায়, গাল ফুলে যায় এবং দাঁত ভেঙ্গে শুধু শিকড় রয়ে যায় ফলে দাঁতটি ফেলে দিতে হয়।

কখন ফিলিং করবঃ
যখনই আমরা দেখব আমাদের দাতের উপরের অংশে কালো হয়েছে,দাঁতে খাবার আটকাচ্ছে বা দাঁত শিরশির করছে,আমরা দেরি না করে একজন বিডিএস ডাক্তারের কাছে ফিলিং করে নিব।

কেন ফিলিং করা জরুরীঃ
যথাসময়ে ফিলিং না করলে দাঁতে ব্যথা হবে, মাড়ির বা গাল ফুলে যাবে। আর ব্যাথা শুরু হলে ঐ দাঁতে আর ফিলিং করা যায় না। রুট ক্যানাল করতে হয় এমনকি ক্ষেত্রবিশেষে ক্যাপ করতে হয়। যা যথেষ্ট ব্যায়বহুল এবং সময় সাপেক্ষ চিকিৎসা।
বিভিন্ন ধরনের ফিলিং পাওয়া গেলেও ডেন্টাল ক্লিনিকগুলোতে নিম্নোক্ত ফিলিংগুলো বেশি ব্যবহৃত হয় –

১. জি. আই বা গ্লাস আয়োনোমারঃ
সাদা রঙের ফিলিং। কিন্ত দাঁতের সাথে কালার ম্যাচ হবে না। অপেক্ষাকৃত কম শক্তিশালী এবং কম স্থায়িত্যের। বাচ্চাদের দাঁতে এবং কিছুক্ষেত্রে বড়দের দাঁতে করা হয়। দাঁতে ফিলিং করা আছে তা দেখে বোঝা যায়।

২. লাইট কিউর জি. আইঃ
জি আই ফিলিং এর একটি ধরন যা বিশেষ ধরনের আলো প্রয়োগ করে দাঁতে সেট করা হয়। এটি দাঁতের সাথে কালার ম্যাচ করে তাই দেখে বোঝা যায় না কোন ফিলিং আছে। শক্তিমাত্রা এবং স্থায়িত্য জি আই এর মত হওয়ায় দাঁতের সব সারফেসে ব্যবহার করা যায় না।

৩. সিলভার অ্যামালগাম ফিলিংঃ
সিলভার কালার ফিলিং। শক্তিমাত্রা এবং স্থায়িত্য আগের দুইটি ফিলিং থেকে অনেক বেশি। একসময় প্রচুর ব্যবহার হলেও এর কালো রঙ,এর ভেতরে থাকা পারদের শরীরের প্রতি খারাপ প্রভাব ইত্যাদি কারনে বিশ্বব্যাপী জনপ্রিয়তা হারাচ্ছে।

৪. লাইট কিউর কম্পোজিট ফিলিংঃ
টুথ কালার ফিলিং। দেখে বোঝার যায় না ফিলিং করা আছে।সবচেয়ে আধুনিক ফিলিং যা আগের সবগুলো ফিলিং এর নেতিবাচক দিকগুলো সমাধান করেছে।স্থায়িত্য এবং শক্তিমাত্রায় এগিয়ে।দাঁতের সব ধরনের ক্ষয়ে ব্যবহার করা যায়। স্মাইল ডিজাইনিং, এসথেটিক ফিলিং এটি দিয়ে করা হয়।বিশ্বব্যাপী রোগী এবং ডাক্তারদের কাছে সবচেয়ে জনপ্রিয় ফিলিং।

আমরা ছয় মাস পরপর একজন বিডিএস ডাক্তারের কাছে আমাদের দাঁত টেকআপ করাবো এবং দাঁতে কোন ক্ষয় থাকলে দেরি না করে ফিলিং করে নিব। ফলে আমরা দাঁতের চিকিৎসায় বড় ধরনের খরচে পরব না।

ডাক্তার

ডাঃ সাকেরা আহমেদ

সার্জারী

ডাঃ বেগম তাহমিনা সুলতানা (লাবনী)

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন

আপনি কি হেপাটাইটিস বি পজিটিভ?

কি রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন?

কি রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন?

Chittagong Medical College & Hospital

Chittagong Medical College & Hospital

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

Chittagong Eye Infirmary & Training Complex

Chittagong Eye Infirmary & Training Complex

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কমপ্লেক্স

Chevron

Chevron Eye Hospital, Chittagong

শেভরন আই হসপিটাল

Chevron

Chevron Clinical Laboratory

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী

cmosh

Chattogram Maa-O-Shishu Hospital

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল

Diabetic Hospital

Chattogram Diabetic General Hospital

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

Bangladesh Eye Hospital

Bangladesh Eye Hospital, Chittagong

বাংলাদেশ আই হসপিটাল, চট্টগ্রাম

Al Amin Hospital

Al Amin Hospital & Diagnostic Center, Chittagong

আল-আমীন হাসপাতাল এণ্ড ডায়াগনষ্টিক সেন্টার

Evercare Hospital Chittagong

Hospitals in Chittagong

চট্টগ্রামের হাসপাতাল সমূহ

ডাক্তার

ডাঃ মীর মোশারফ হোসেন

নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ

ডাক্তার

ডাঃ জি এম তৈয়ব আলী

নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ

ডাক্তার

ডাঃ গুলশান আরা বেগম (মুক্তা)

নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ

ডাক্তার

ডাঃ ফাতেমা আক্তার শিল্পি

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ

ডাক্তার

ডাঃ ফাহমিদা শিরীন (পাপড়ি)

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ

ডাক্তার

ডাঃ তাসলিমা বেগম

গাইনি ও ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব) বিশেষজ্ঞ

ডাক্তার

ডাঃ মেরিনা আরজুমান্দ

কিডনি বিশেষজ্ঞ